আল-আমিন, রায়গঞ্জঃ
সিরাজগঞ্জ- ৩ রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে আওয়ামী লীগ,জাতীয় পার্টি,জাকের পার্টি ও স্বতন্ত্র থেকে মোট ১০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) আসনটি থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা হলেন,কেন্দ্রীয় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সুইট,সাবেক রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল আলম খন্দকার শরিফ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হালিম খাঁন দুলাল,ঢাকা ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোজাফফর হোসেন, থানা আওয়ামী লীগ নেতা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি স্বপন রায়।
জাতীয় পার্টির রায়গঞ্জ উপজেলা সভাপতি মো. জাকির হোসেন ( জাতীয় পার্টি),বিএনএম এর কেন্দ্রীয় কমিটির নেতা এ্যড:মো.গোলাম মোস্তফা,আল- আরাফাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহা: নুরুল ইসলাম উজ্জ্বল (স্বতন্ত্র প্রার্থী),জেলা জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেন। এ আসনের রায়গঞ্জ ও তাড়াশ সহকারী রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়ন পত্র জমা দেন।