মোঃ শামীম হোসেন, জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার লক্ষীরচর উত্তরপাড়া আইকন স্টুডেন্ট সোসাইটি ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে লক্ষীরচর উত্তরপাড়া নতুন টাওয়ার সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। খেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.ডি.এম শহীদুল ইসলাম, লক্ষীচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, সহ-সভাপতি আনোয়ার হোসেন, আতাউর রহমান আতিক, সাধারন সম্পাদক মো. হারুন-অর-রশিদ প্রমুখ।
টর্চে জিতে শ্রীবরদী স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ১১৩ রানে খেলার ইতি টানে। পরে দুরন্ত ক্রিকেট একাদশ চরপাড়া ১১৩ রানের বিপরীতে খেলতে নেমে ৫ উইকেট হাতে রেখে বিজয় অর্জন করে। টুর্নামেন্টে সর্বমোট ১৬ টি দল অংশগ্রহন করে।
পরে বিজয়ী দলকে পুরষ্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি।