শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা থানার পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।একটি দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। দেশের উন্নতির পথে অবদানে তারাই উজ্জ্বলদীপ্ত শিখার ন্যায় চির প্রজ্জ্বলিত। তারুণ্য মানেই অসীম শক্তি ও সম্ভাবনার উৎস। দুঃখজনক বিষয় মাদকের ভয়াল থাবায় নিঃশেষ হচ্ছে তারুণ্যের উদ্দীপনা এবং প্রাণশক্তি। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন—শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে এবং তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে মুক্ত রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার গুইমারা থানা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট, ২০২৪খ্রি. রাত ২২.০৫ ঘটিকায় গুইমারা থানার একটি চৌকস দল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গুইমারা থানাধীন ০২ নং হাফছড়ি ইউপি, ০৭ নং ওয়ার্ডস্থ তৈকর্মা সাকিনে জালিয়া পাড়া টু মহলছড়ি মহা সড়কেরর পাশে জনৈক তাইজুল ইসলামের বাড়ির সামনে একটি সাদা সিনথেটিকের বস্তায় সাদা ও কালো পলিথিনে মোড়ানো ২৭ টি প্যাকেটের ভিতরে রক্ষিত ১৬ কেজি মাদকদ্রব্য (গাজাঁ) পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে।