ডিএনবি ডেস্কঃ
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের উদ্যোগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
সংগঠনটির সভাপতি মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত “বিতর্কিত পাঠ্যক্রম বাতিল এবং জাতীয় পর্যায়ে বেকারভাতা প্রচলন” এর দাবিতে আয়োজিত এই “গণঅবস্থান কর্মসূচি”-তে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “বাংলাদেশের সংষ্কৃতি, জাতিসত্তার ইতিহাস এবং সামাজিক ঐতিহ্যকে দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের ধর্ম ইসলামের সাথে সাংঘর্ষিক প্রমাণ করার ষড়যন্ত্রের অংশ হিসাবে নতুন পাঠ্যক্রম সাজানো হয়েছে৷ বয়সের উপযোগিতা বিবেচনায় না নিয়ে যৌণ সুড়সুড়িমূলক উদ্দীপক এবং গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ “একজন ব্যক্তির একইসাথে বাঙালি এবং মুসলমান হওয়া অনেকটা অসম্ভব” এমন একটা ভ্রান্ত ভাবধারা কোমলমতি শিক্ষার্থীদের মননে লেপন করা হচ্ছে৷ লক্ষ্য একটাই, নিজেদের মনগড়া বাঙালি জাতীয়তাবাদের কালচারাল আর্টিফেক্টকে সমাজে প্রতিষ্ঠিত করা। কারণ, ক্ষমতাকে পাকাপোক্ত করতে আওয়ামী প্রজন্ম গড়তে চায় সরকার।”
কর্মক্ষম দক্ষ এবং শিক্ষিত যুবকদের জন্য বেকারভাতা চালুর দাবি জানিয়ে ববি হাজ্জাজ বলেন, “আগামী বাজেটে বেকার যুবকদের জন্য বিশেষ ভাতা প্রদানের লক্ষ্যে অন্তত ১০০০ কোটি টাকা বরাদ্দ রাখতে হবে৷ দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনলে বা ঋণখেলাপীদের কাছ থেকে পাওনা টাকা উদ্ধার করেই এই অর্থ সংস্থান সম্ভব৷ এই দাবির পক্ষে সোচ্চার হতে আমরা ছাত্র-যুব সমাজের প্রতিও আহবান জানাচ্ছি।”
গণঅবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন। বক্তব্য রাখেন দলটির উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক-উজ-জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম প্রমুখ।
ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি শেখ ফরিদের সঞ্চালনায় আমন্ত্রিত ছাত্র সংঠনগুলোর পক্ষে বক্তব্য রাখেন ইসলামি ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মুনতাসীর আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের (দুই সংগঠন) সভাপতি মোল্লা সাইফুল্লাহ খালেদ এবং সাইফুল্লাহ খালেদ, ইসলামি ছাত্র সমাজের সভাপতি শাহএশতেমাম শাকী, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মিলন, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্র পক্ষের আহবায়ক মোঃ প্রিন্স প্রমুখ।