সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ইরি-বোরো মৌসুমে ধান কাটার উৎসবের উদ্বোধন করা হয়েছে। এই ধান কাটা উৎসবে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট বলেছেন ইরি-বোরো মৌসুমে কোন কৃষকের ধান কাটার সমস্যা হলে তাদের কে সাহায্য করা হবে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে কৃষকের ক্ষেতের ধান কাটার উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও বিএমডিএ পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।
ধান কাটা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী লিকু, উপজেলা কৃষি অফিসার মো: আব্দুর রউফ, কৃষি সম্প্রসারণ অফিসার মো: দেলোয়ার হোসেন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।