সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈরী আবহাওয়ার কারণে যেন ধান নষ্ট না হয় সেই জন্য ইরি-বোরো মৌসুমে কৃষকদের পাঁকা ধান কেটে দিচ্ছে উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল ১১টায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মালেক এর ২ বিঘা ক্ষেতের পাঁকা ধান কেটে দেন তাঁরা।
ধান কর্তনের সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, জেলা আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী লিকু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাচ্চু, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু সহ উপজেলা কৃষকলীগের সকল নেতা-কর্মী বৃন্দ।
ইরি-বোরো মৌসুমে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলে জানায় উপজেলা কৃষকলীগের নেতারা।
অপরদিকে চলতি বোরো মৌসুমে চলনবিল অধ্যুষিত সিরাজঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন ফসলী মাঠে বোরো ধান কাটার উৎসব শুরু হয়েছে। রবিবার সকালে কুন্দাশন রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে ওই বোরো ধান কাটা উৎসব শুরু করা হয়।
ধান কাটা উৎসবে অংশ নেন প্রধান অতিথি বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএ)এর পরিচালনা বোর্ডের সদস্য কৃষিবিদ আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন সুইট।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুন্দাশন রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, তালম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উজ জামান, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. ইউনুছ তাড়াশী,সদস্য বুলবুল শহীদ, আওয়ামীলীগ নেতা আব্দুল আওয়াল, কুন্দাশন রাবেয়া ফাউন্ডেশনের সদস্য আব্দুল আজিজ, রফিকুল ইসলাম জুয়েল, তালম ৩ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভুট্ট প্রমুখ।
ধান কাটা উৎসবে প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে কৃষিবিদ আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন সুইট বলেন, এ বছর অনুকুল আবহাওয়া আর সাঠিক মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ করায় তাড়াশে ধানের বাম্পার ফলন হয়েছে। ধান পেকে গেলে সবাই তাড়াতাড়ি কেটে ঘরে তুলবেন।