সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এর ব্যাক্তিগত তহবিল থেকে ঈদুল ফিতর উপলক্ষে উপহার বিতরন কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিমন্ত্রির বাসভবনে উপজেলার ১২টি ইউনিয়নের তৃনমুল পর্যায়ের নেতা কর্মিদের মাঝে এ উপহার সামগ্রী তুলে দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী এড.জুনাইদ আহমেদ পলক বলেন তৃনমুলকএ সাথে নিয়ে চলনবিলের মানুষের আমৃত্যু সেবা করে যেতে চাই। এছারাও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি,১২টি ইউনিয়ন এর সভাপতি সাধারণ সম্পাদক এবং তৃনমুল নেতাকর্মী।