চৌহালী প্রতিনিধিঃ
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এতে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করে।
র্যালির শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলী সঞ্চালনা করেন এবং উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথিরা দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতির গুরুত্ব, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমানোর উপায় নিয়ে গভীর আলোচনা করেন।
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান কবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতি, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, ঘোড়জান ইউপি চেয়ারম্যান রোমজান আলী, খাষকাউলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান নওশাদ, আনসার ও ভিডিপির প্রশিক্ষক আব্দুল মান্নান মৃধা, হাবলু এবং কোদালিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাতেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমানো। দুর্যোগ প্রস্তুতির বিষয়ে মূল্যবান তথ্য ও দিকনির্দেশনা দেয়া হয়।