চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফজলে রাব্বীকে সভাপতি এবং রুবেল রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি), শিমুল সরকার (সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক) ও রণি মোল্লা (সাংগঠনিক সম্পাদক)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত এই আংশিক কমিটির নেতৃত্বে আগামী ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে।