আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার দূর্গাশ্রম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন আমির-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবীর তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিক তালুকদারসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল্পনা নাসরিন, মাইন উদ্দিন, আবু হোসাইন সুমন এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।