আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
শারদীয় দূর্গাপূজা, শারদীয় লক্ষীপূজা, প্রবারণা পূর্ণিমা, ও ফাতেহা ইয়াজদাহামের ছুটিতে দীর্ঘদিন কলেজ বন্ধ থাকার পর রোববার তেলিগাতী সরকারি কলেজ খোলা হয়। কলেজ খোলার প্রথম দিনে ২০২৪ সালের এইচ.এসসি পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, ২০২৪ সালে এইচ.এস.সি পরীক্ষায় নেত্রকোনা জেলায় প্রথম স্থান অর্জন করে তেলিগাতী সরকারি কলেজ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দনের নেতৃত্বে এইচএসসি পরবর্তী মতবিনিময় সভায় এবারের এইচ.এস.সি পরীক্ষার ফলাফলের উপর আলোচনা করা হয়।
পরবর্তীতে কিভাবে রেজাল্টের আরো উন্নতি করা যায় সে ব্যাপারে অধ্যক্ষ সকল শিক্ষকদের কে দিকনির্দেশনা মূলক উপদেশ দেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তেলিগাতী সরকারি কলেজের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।