সাব্বির মির্জা (তাড়াশ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে, বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থীর গাড়ি বহরে হামলা মামলায় সাবেক কাউন্সিলর মো শামীম সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৩ টার সময় তার নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শামীম সরকার (৪৫) তাড়াশ পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো আসলাম হোসেন বলেন, এর আগে গত ১১ সেপ্টেম্বর বারুহাস ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আসাদুজ্জামান বাদী হয়ে ৯৯জন আওয়ামী লীগ নেতা-কর্মীদের নামে তাড়াশ থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয় আরও ২৫০-৩০০জনকে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন জানান, উল্লেখ্য, ২০১৮ সালে ১১ সেপ্টেম্বর একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ও সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারণা চলাকালে, তার গাড়ি বহরে হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টায় গত ১১ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। আর এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।