খাগড়াছড়ি প্রতিনিধিঃ
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাইং উৎসব খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে শুরু হয়েছে।নানা আয়োজনে চলে এ উৎসব। (১৪ এপ্রিল)সকালে খাগড়াছড়ির পানখাইয়া পাড়া বটতল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি -উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান প্রতিমন্ত্রী বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,
উপস্থিত ছিলেন -খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,জোন কমান্ডার লে: কর্ণেল মো. আবুল হাসনাত, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো. জাহিদ হাসান,খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম,সংরক্ষিত আসনের নারী এমপি বাসন্তী চাকমা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, মারমা উন্নয়ন সংস্থার নেত্রী বাঁশরী মারমা,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, ভাইস চেয়ারম্যান মোঃ আকতার হোসেন প্রমূখ।
শোভাযাত্রায় মারমা তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী নানা বর্ণিল পোশাকে নেচে গেয়ে উৎসবকে মুখরিত করে।পরে পানখাইয়াপাড়াস্থ মারমা উন্নয়ন সংসদের প্রাঙ্গণে অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী জলকেলী বা পানি খেলা উৎসবে হাজার হাজার মানুষের সমাগম হয়।উৎসব উপলক্ষে মারমা পাড়ায় চলছে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।