শিশুদের ফোনে কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করা যাবে, তা নিয়ন্ত্রণের সুযোগ দিতে অভিভাবকদের জন্য ‘স্কুল টাইম’ নামের নতুন সুবিধা আনছে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন এবং অন্যান্য যন্ত্র থেকে এই সুবিধা ব্যবহার করতে পারবেন অভিভাবকেরা। অ্যান্ড্রয়েডের পরবর্তী হালনাগাদে সুবিধাটি যুক্ত করা হবে।
নতুন এ সুবিধা চালু হলে শিশুদের স্মার্টফোন ব্যবহার দূর থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। ফলে স্কুল চলাকালে শিশুদের কাছে থাকা স্মার্টফোনে ইউটিউব অ্যাপসহ বিভিন্ন অ্যাপের কার্যক্রম সীমিত করে রাখা যাবে। এমনকি স্কুল চলার সময় শিশুরা কোন কোন অ্যাপ কখন এবং কতক্ষণ ব্যবহার করতে পারবে, তা-ও নির্ধারণ করে দিতে পারবেন অভিভাবকেরা।
স্কুল টাইম সুবিধায় চাইলে শিশুদের ফোনের সেটিংস পরিবর্তন করা যাবে। ফলে আগে থেকে নির্ধারণ করা নম্বর থেকেই শুধু শিশুদের ফোনে কল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে। এতে অপরিচিতরা চাইলেও শিশুদের ফোনকল বা বার্তা পাঠাতে পারবেন না। ফ্যামিলি লিংক প্যারেন্টিং কন্ট্রোল পোর্টালের সাহায্যে শিশুদের ফোন সংযুক্ত করে স্কুল টাইম সুবিধা ব্যবহার করা যাবে।
এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ‘শিশুদের সুরক্ষায় অভিভাবকদের উদ্বেগ কমাতে আমরা অব্যাহতভাবে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করে যাচ্ছি। প্রযুক্তির সুফল নিশ্চিত করতে শিশুদের উন্নয়ন, শিক্ষা এবং প্রযুক্তি নিয়ে কাজ করে এমন অভিজ্ঞদের সঙ্গেও কাজ করছে গুগল।’