চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম বিএসসি ও কার্যকরী সদস্য মোঃ হামিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে চৌহালী উপজেলার জোতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ২০২২ সালের দায়ের করা ভাংচুর ও নাশকতার মামলার আসামী ছিলেন আব্দুল হাকিম বিএসসি ও মোঃ হামিদ মোল্লা। তারা পলাতক ছিলো। রাতে তাদের গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।