চৌহালী প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুল বাশারকে বিজয়-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্য রাতে উপজেলার খাসকাউলিয়া নিজ বাড়ি থেকে হাবিবুল বাশারকে বিজয়-কে গ্রেপ্তার করে চৌহালী থানা পুলিশ।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, ২০২২ সালের দায়ের করা ভাংচুর ও নাশকতার মামলার আসামী ছিলেন হাবিবুল বাশার। সে পলাতক ছিলো। আজ তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাবিবুল বাশার বিজয়-কে গ্রেপ্তারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবী করেছেন চৌহালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা।