মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছাঃ
বৃহস্পতিবার মুক্তাগাছা উপজেলার পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রসিদ্ধ গোপাল পালের মন্ডার দোকানকে ১,৫০,০০০/- টাকা, কেক পয়েন্ট কে ২০০০/- টাকা, রাজেশ্বরী মিষ্টির দোকানকে ১০০০/- টাকা এবং দরিচার আনি বাজারের ফ্রিজিং করা পচা মাংস বিক্রির দায়ে আরিফ মাংস বিতানকে ৩০০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লুৎফর রহমান।
এছাড়াও মরিচের দাম বেশি রাখায় এবং ক্রয়ের রশিদ না থাকায় দরিচার আনি বাজারের তিনটি দোকানকে প্রত্যেককে এক হাজার করে ৩০০০/- টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ আব্দুস সালাম ও জেলা কৃষি বিপনন কর্মকর্তা জনাব মোঃ জিল্লুল বারী উপস্থিত ছিলেন।
মুক্তাগাছা থানার পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।