চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুয়েল মিয়া।
উপজেলা যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধরের সঞ্চালনায় আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে জাতির উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করা। কর্মশালায় বক্তারা তরুণদের সৃজনশীলতা, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের মানসিকতা গড়ে তোলার ওপর জোর দেন।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ডা. জান্নাতি খাতুন, একাডেমিক সুপারভাইজার খালিদ মাহমুদ, আরডিও সেলিম রেজা, চৌহালী প্রেসক্লাবের সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন, “আজকের তরুণরাই আগামীর দেশ পরিচালনার মূল চালিকাশক্তি। তাদের শুধু নিজেকে গড়ে তোলাই নয়, বরং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। তারা যেন নিজেদের শিক্ষা, দক্ষতা ও নৈতিকতাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখে।”
কর্মশালায় তরুণদের মধ্যে নেতৃত্ব গুণাবলী বিকাশ, উদ্যোক্তা মানসিকতা তৈরি এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনার কথা বলা হয়। এছাড়াও, তরুণদের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীরা এই আয়োজনকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা জানান, এ ধরনের কর্মশালা তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।