চৌহালী প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাসান মোল্লার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হাসান মোল্লা বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চৌহালী উপজেলা শাখার নেতৃবৃন্দের কাছে আমার জনপ্রিয়তা দেখে হিংসার বশবর্তী হয়ে আমার নামে একটি (নীল সীমান্ত) ভুয়া ফেসবুক প্রোফাইল থেকে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আমার বিরোধীপক্ষকে বলতে চাই আমার নামে মিথ্যা ও কুরিচিপূর্ণ বক্তব্য ছড়িয়ে জাতীয়তাবাদী আদর্শের কোন নেতাকর্মীকে বিভ্রান্ত করা যাবে না, তাই আপনাদের বলব হিংসা না করে আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করি।