চৌহালী প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার ঘোষক, বহুদল গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মানবমুক্তি সংস্থার মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলার প্রায় ৯শ দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কারী ময়নুল ইসলামের সঞ্চালনা ও সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস শিকদার, ভিপি আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফ সরকার, হাকিম বিএসসি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মোল্লা, সাইফুল ইসলাম, জাবিউল্লাহ জবি, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব, সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের মোল্লা, উপজেলা ওলামা দলের আহবায়ক মাওলানা হযরত আলী, বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা বাকি বিল্লাহ প্রমুখ।